Sasraya News

Tuesday, March 18, 2025

New Zealand vs Afghanistan : আফগানিস্তানকে ১৪৯ রানে হারাল নিউজিল্যান্ড

Listen

আফগানিস্তানকে ১৪৯ রানে হারাল নিউজিল্যান্ড

সাশ্রয় নিউজ ★ চেন্নাই : আফগানিস্তানকে ১৪৯ রানে হারাল নিউজিল্যান্ড। নিঃসন্দেহে একটা বড় জয়, তা বলার অপেক্ষা নেই। আফগানিস্তান টসে জিতে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডকে।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৮৮ রান করে। আফগান বোলাররা চাপে রেখেছিল নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের বড় ভরসার জায়গা ডেভন কনওয়ে। কিন্তু চেন্নাইয়ের ম্যাচে সেই ভরসা তিনি।  রাখতে পারলেন না। খেলা যখন ২০ ওভার গড়িয়ে গিয়েছে, তখন কিইয়িদের স্কোর মাত্র ৮০। রাচীন রবীন্দ্র ও ইয়্যুং মোটামুটি ক্রিজে স্থির হয়। ৩২ রানে ওমরজাইয়ের বলে আউট হন রবীন্দ্র। ওমরজাই ফেরান ইয়্যুংকেও। মিচেল আউট হন রাশিদ খানের বলে। ভাল পার্টনারশিপ দাঁড় করান গ্রেন ফিলিপ্স ও টম ল্যাথাম। কিন্তু তাঁদের পার্টনারশিপে ভাঙন ধরে। ফিলিপ ৭০ রানে আউট হলেন। প্যাভিলিয়নের পথ দেখতে হয় ল্যাথামকেও। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২৮৮ রান করে। রহমান ও রাশিদ খান ১ করে উইকেট পান। এছাড়া ওমরজাই ও নবীন ২ টি করে উইকেট নিয়েছেন। 

আফগানিস্তানের ব্যাটাররা তাঁদের ইনিংসের শুরু থেকেই চাপে ছিলেন। শাহ ও ওমরজাই ছাড়া আফগানিস্তানের ব্যাটাররা তেমন ক্রিজে স্থায়ী হননি। ওমরজাই ২৭ রন করে ক্যাচ আউট হন। শা ৬২ বলে ব্যক্তিগত ৩৬ রান করেন। রাশিদ খানের ব্যাট দলের স্কোর বোর্ডে যোগ হয় মাত্র ৮ রান। 

নিউজিল্যান্ডের সার্টনার ও ফারগুসন ৩ টি করে উইকেট নিয়েছেন। বোল্ট ২ উইকেট পান। এছাড়া হেনরি ও রবীন্দ্র পান ১ টি করে উইকেট।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment