



শক্তিশালী ভূমিকম্প নেপালে, কাঁপল কলকাতাও
সাশ্রয় নিউজ★ কাঠমান্ডু : শক্তিশালী ভূমিকম্প (Earthquake) নেপালে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত ১১:৪৭ টায় ঘটা ওই ভূমিকম্পে প্রাণ হারান (Die) অন্তত ৮০ জন। আহত ১৪০ জন। আহতদের ( Injured) চিকিৎসা চলছে বলে সূত্রের খবর। গুরুতর ক্ষয়ক্ষতির খবর বহু বাড়িঘরেরও। নেপালের ভূ-কম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎসস্থল ছিল, পশ্চিম নেপালের জাজার কোটে। প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল (Puspakamal Dahal) এই ভূমিকম্পে নিহত ও আহতদের সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দ্রুত উদ্ধার কাজের জন্য নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ভূমিকম্পে কলকাতাতেও (Kolkata earthquake) ভূমিকম্প টের পাওয়া যায় বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
