Sasraya News

Friday, March 14, 2025

Neonatal Care : শীতে নবজাতকের সুরক্ষার জন্য যা অত্যাবশ্যক 

Listen

শীতে নবজাতকের সুরক্ষার জন্য যা অত্যাবশক 

সাশ্রয় নিউজ ★ হেলথ ডেস্ক : শীতের মরশুমে যাঁরা মাতৃত্ব ও পিতৃত্বের আস্বাদ পান তাঁদের খুশির কিনারায় ঠিক থাকে না, শিশুর জন্য ঠিক কোন জিনিসগুলি কিনবেন! এই শীত কিন্তু শিশুদের জন্য ততটাই কষ্টের। সুতরাং নবজাতকের যত্নের জন্য অত্যাবশকীয় দরকার ডায়াপার। কারণ, শীতে বারবার পোশাক ভিজিয়ে ফেলে শিশু। এর ফলে তাদের চামড়ায় সমস্যা দেখা যায়। র‍্যাশ বের হয়। পোশাকের সঙ্গে সঙ্গে শীতের ব্ল্যাঙ্কেট, বিছানাও ভিজে যাওয়ার সম্ভবনা, যা থেকে জ্বর ও নানান সমস্যা হতে পারে। সুতরাং শীতে শিশুর সুরক্ষায় অবশ্যই ডায়াপার প্রয়োজনীয়। আবার শিশুর জন্য পরিচ্ছন্ন কম্বল এই সময় খুবই দরকার। বাইরে বের করা হোক, বা ঘরে জড়িয়ে রাখা নবজাতকের জন্য অবশ্য প্রয়োজনীয় কম্বল। বডিস্যুটও রাখতে পারেন। বডিস্যুট অধিকাংশই গরম কাপড়েরই হয়। স্বাভাবিক ভাবেই নবজাতকের জামা ও প্যান্ট আলাদা করে চেঞ্জ করতে হবে না! মনে রাখতে হবে, নবজাতকের অভিভাবকদের কাছে তাঁদের নবজাতকের সু-স্বাস্থ্য ও শারিরীক সুরক্ষাই একমাত্র চ্যালেঞ্জ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment