Sasraya News

Wednesday, March 19, 2025

NASA : মঙ্গলযান পার্সিভিয়ারেন্স কী ছবি পাঠাল নাসাকে?

Listen

মঙ্গলযান পার্সিভিয়ারেন্স কী ছবি পাঠাল নাসাকে?

সাশ্র‍য় নিউজ ★ নিউইয়র্ক : ২০২১ সালে মঙ্গলে মহাকাশযান পাঠায়, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন, মঙ্গল গ্রহে কেবল নদীই ছিল না, তাতে বেশ স্রোতও ছিল বলে মনে করছেন তাঁরা। নাসার মহাকাশ যান পার্সিভিয়ারেন্স নতুন যে ছবি তাঁদের পাঠিয়েছে, তা থেকে বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলে নদীর গভীরতা ও স্রোত যা ভাবা হয়েছিল তার থেকে অনেক বেশি ছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। মহাকাশ যান পার্সিভিয়ারেন্স ফেব্রুয়ারি, ২০২১ সাল থেকে মঙ্গলে অনুসন্ধান চালাচ্ছে।

-ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment