Sasraya News

Saturday, February 8, 2025

Murshidabad : হাঁসুয়ার আঘাত শ্বাশুড়িকে

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ডোমকল : মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে শ্বাশুড়িকে কোপাল জামাই। গুরুতর আহত অবস্থায় ভর্তি আহত আসেদা বিবি। স্থানীয় সূত্রে খবর যে, আসেদা বিবির কন্যার বিয়ে হয় রানাঘাটে। সেখনে তাঁর কন্যার ওপর জামাই অত্যাচার করত। একসময় মায়ের কাছে তিনি ফিরে আসেন। বউয়ের মানভঞ্জন করতে শ্বশুরবাড়ি আসেন আসেদার জামাই। সেসময় তাঁর শ্বাশুড়ি ওই ব্যক্তির বউয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায়, ধারালো হাঁসুয়ার আঘাত করেন শ্বাশুড়িকে। ঘটনাটি ঘটে ডোমকলের দফাদার পাড়া এলাকায়। আহত অবস্থায় ওই মহিলা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ। আসেদা বিবির কথায়, ‘‘হঠাৎই আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিল ও (জামাই)। মেয়ের সঙ্গে দেখা করতে দিইনি বলে হাঁসুয়া দিয়ে আমায় কোপাতে থাকে। আমার চিৎকারে সবাই ছুটে এসেছিল। তখন দৌড়ে পালায়।’’ তিনি আরও বলেন, ‘‘জামাইয়ের স্বভাব-চরিত্র ভাল না। মেয়ের উপরে অত্যাচার শুরু করেছিল। মেয়ে সেটা সহ্য করতে না পেরে আমার কাছে চলে আসে। আমরা চাইনি যে, মেয়ে আবার শ্বশুরবাড়ি যাক।’’ আহতের পরিবার জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজ চলছে।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Hrithik Roshan : ‘হৃতিক সারা জীবন আমার ছেলে হয়ে থাকবে’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment