



আসলেন, জয় করলেন, ফিরে গেলেন
সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : রবিবার CSK বনাম MI ম্যাচে ইতিহাস গড়লেন এম এস ধোনি (MS Dhoni)। টস জিতে ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু ফিল্ডিং নেন।
প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের স্কোর করে চেন্নাই সুপার কিংস। কিন্ত চেন্নাইয়ের ইনিংসের চার বল বাকি থাকতে ব্যাট হাতে মাঠে নামলেন ক্যাপ্টেন কুল। সেই একইভাবে ‘ধোনি ধোনি’ চিৎকারে ধোনিকে ওয়াংখেড়ের দর্শকরা স্বাগত জানান। ক্রিকেট বিশ্ব এদিন দেখল, এম এস ধোনি (MS Dhoni) -এর রাজকীয় আগমন ও প্রস্থান। আসলেন, জয় করলেন, ফিরে গেলেন একইভাবে। ১৯.২ ওভারে মাঠে নামেন ধোনি। বাকি চার বলে তাঁর রান ২০। হ্যাটট্রিক ছয় ও দুই। দর্শকরা এমন একটি ম্যাচের জন্যই অপেক্ষায় ছিলেন। রবিবারের ম্যাচ চেন্নাই সুপার কিংস নিজেদের পকেটস্থ করলেও রোহিত শর্মার সেঞ্চুরি দেখল দর্শকরা। তবে তাঁর সেঞ্চুরি জয়ে এনে দিতে না পারলেও হিটম্যানের ব্যাটিং স্ক্রিলে সকলেই মুগ্ধ। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Sasraya News, Bengali New Year 1431 Issue : সাশ্রয় নিউজ, নববর্ষ ১৪৩১ সংখ্যা
