Sasraya News

Sunday, March 16, 2025

Mohammad Shami : সাজঘরে ফিরতেই শামীর হাতে চুম্বন, কে করলেন এমন কাজ!

Listen

সাজঘরে ফিরতেই শামীর হাতে চুম্বন, কে করলেন এমন কাজ!

Icc Cricket world cup 2023 India, Semifinal, Wangkhede, New Zealand vs India, Mohammad Shami’s 7 Wickets, Record, Virat Kohli, Indian Team, ICC ODI WC 2023, Mohammad Shami, Mumbai match, India qualified for World cup 2023 Final Match :: সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ঠাণ্ডা প্রতিশোধ ছিল এটি! কি জানি! বুকের ভেতরে আগুন জমিয়ে তুলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই আগুন বিরাটের নেতৃত্বের সময় থেকেই, বিশ্বকাপ ২০১৯! এরপর ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে কম ট্রোল হয়নি! বাদ যায়নি তাঁর পরিবারও। কিন্তু বিরাট নিজের খেলার দিকে মনোনিবেশ করে থেকেছেন। ২০১৯-এর ক্যাপ্টেন বিরাট ও আজকের বিরাটের ভেতর কতটা পার্থক্য তৈরি হয়েছে কেউ না কেউ নিশ্চয় লক্ষ্য করেছেন। এই বিরাট যেন অনেক পরিণত! বিশ্বকাপের ভারতের প্রতি ম্যাচে তাঁকে তেমনটাই দেখা গেল। সেমিফাইনালে তাঁর ৫০ তম সেঞ্চুরি! আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট ফর্ম্যাটে মাইলফলক এটা বলার অপেক্ষা থাকে না। কিন্তু বুধবার সেমিফাইনাল ম্যাচে নায়ক অনেক থাকলেও মহানায়ক কিন্তু একজনই দেখলেন ক্রিকেট দর্শকরা। ক্রিকেট বিশেষজ্ঞদের বড় অংশও এক বাক্যে স্বীকার করেন, কিউয়িদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ জেতার মহানায়ক মহম্মদ শামী। সাত উইকেট নিয়ে ভারতের এই জোরে বোলার কিউয়িদের হারিয়ে দেশে ফিরিয়ে দিল। ম্যাচের শেষে ড্রেসিং রুমে তখন আরেকটা দিওয়ালি শুরু হয়ে গিয়েছে! ড্রেসিং রুমে শামী ফিরতেই তাঁর হাতে চুম্বন করেন দলের অফ স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। অথচ কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের সেই ক্যাচটি শামীর হাত থেকে পড়ে যেতেই, কপালে হাত পড়েছিল সকলের। এবং অবশ্যই শামীর নিজেরও। কিন্তু তাঁর ভেতর যে ঝড় তৈরি ঘনিয়ে আসছিল ও তা আছড়ে পড়ল ওয়াংখেড়ের মাঠে, স্বচক্ষে প্রত্যক্ষদর্শী হয়ে থাকলেন ক্রিকেট বিশ্ব। 

ছবি : আইসিসি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment