Sasraya News

Thursday, June 19, 2025

MLA Bairan Biswas : অবশেষে শপথ নিলেন বাম-কংগ্রেস জোট এমএলএ বাইরন বিশ্বাস

Listen

অবশেষে শপথ নিলেন বাম-কংগ্রেস জোট এমএলএ বাইরন বিশ্বাস

সাশ্রয় নিউজ ★ কলকাতা : অবশেষে শপথ নিলেন বাম-কংগ্রেস জোট এমএলএ বাইরন বিশ্বাস। বিধানসভায় তাঁকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ২ মার্চ সাগরদীঘি বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁর শপথ গ্রহণ না হওয়ায় বিধানসভার অধ্যক্ষের কাছে যান বাইরন বিশ্বাস ও কংগ্রেস নেতৃত্ব। বিধানসভার স্পিকার তাঁদের জানান, রাজ্যপালের অফিস থেকে কোনএ নোটিফিকেশন না আসায় বিলম্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বাইরন বিশ্বাসকে সঙ্গে করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত জানান বলে সাংবাদিকদের জানান অধীর বাবু। অবশেষে আজ সাগরদীঘি বিধানসভা কেন্দ্রের এমএলএ বাইরন বিশ্বাস শপথ নিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-এর কাছে। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা-এর আকস্মিক প্রয়াণের পর সাগরদীঘি বিধানসভা কেন্দ্র এলএলএ শূন্য ছিল। ২ মার্চ উউপ-নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের ঘাঁঁটিতে বাম-কংগ্রেস জোটের পতাকা ওঠে। সাগরদীঘি পায় নতুন বিধায়ক।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment