



সাশ্রয় নিউজ ডেস্ক ★ গান্ধীনগর : ব্যবসায়ীর সিদ্ধান্ত মাথায় বাজ পরিবারের অন্যান্য সদস্যদের। গুজরাটের ভবেশ ভাই ভান্ডারী (Businessmen Bhavesh Bhai Bhandari) ব্যবসা করে আর্থিক প্রতিপত্তি সবই বানিয়েছিলেন। কিন্তু হঠাৎ-ই প্রাণ-মনের শান্তির জন্য সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেন সস্ত্রীক ভবেশ বাবু। ব্যবসা করে উপার্জিত ২০০ টাকা ও প্রতিপত্তিও তিনি দান করে দিয়েছেন বলে উল্লেখ।
গুজরাটের সবরকাঁথার হিম্মতনগরের বাসিন্দা ভবেশ ভাই স্বচ্ছল পরিবারে বড় হয়ে ওঠেন। নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে করেন বড় সাম্রাজ্য। আর্থিক সুখের অভাব নেই। তবে হঠাৎ কী হল? হতবাক পরিবারের অন্যান্যরা।
সংবাদ সূত্রে খবর যে, ২২ এপ্রিল তাঁরা সন্ন্যাস নেবেন। উল্লেখ্য, ২০২২ সালে ভবেশ ভাই-এর ১৯ বছরের কন্যা ও ১৬ বছরের পুত্র সন্ন্যাস নিয়ে বাড়ি ত্যাগ করেন। এরপরেই সস্ত্রীক ভবেশ ভাই ভান্ডারীও সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেন। জানা যায় যে, তাঁরা পারিবারিক সুত্রে জৈন সম্প্রদায় ভুক্ত। এবং পরিবারটির বহু আগে থেকেই জৈন সাধু-সন্তদের সঙ্গে যোগসূত্র আছে। -সংগৃহীত ছবি
আরও পড়ুন : Arrest : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চিকিৎসক
