



নেপালে হাহাকার, বাড়ছে মৃতের সংখ্যা
সাশ্রয় নিউজ ★ কাঠমাণ্ডু : গতকাল রাতে ভূমিকম্পের (Nepal Earthquake) আঘাতে বিপর্যস্ত নেপাল (Nepal) পূর্বের স্মৃতি উস্কে দিয়েছে শুক্রবার রাতের ভূমিকম্প। ২০১৫ সালে নেপাল ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল রাতের ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। শুক্রবার রাত থেকে উদ্ধারকার্য শুরু হয়। শনিবার সকাল থেকে বিশেষ তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু হয়। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহতদের ভেরি হাসপাতাল, নেপালগঞ্জ পুলিশ হাসপাতাল ও মিলিটারি হাসপাতাল, কোলহপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে বলে উল্লেখ। উল্লেখ্য যে, ভয়ঙ্কর ধ্বংসস্তূপে থেকে উদ্ধারকারীরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন। সূত্রের খবর, জাজারকোট (Jajarkot) ও রুকুম (Rukum) জেলায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। রুকুমেই মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। শুধু নেপালই না, ভারতের রাজধানী দিল্লিতেও কম্পন (Delhi Earthquake) অনুভূত হয়। কম্পন হয় কলকাতাতেও (Kolkata Earthquake)। রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরে জাজারকোটে ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে উল্লেখ।
ছবি : সংগৃহীত
