Sasraya News

Tuesday, March 18, 2025

Morocco Earthquake : মরক্কে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Listen

মরক্কে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 

সাশ্রয় নিউজ ★ রাবাত : তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা মরক্কো রাজার দফতর থেকে। দেশটির একটি সংবাদ সংস্থার তরফে একটি প্রতিবেদনে উল্লেখ যে, ‘আগামী তিন দিন জাতীয় পর্যায়ে শোক পালন করা হবে। এই সময় সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’

উদ্ধার কাজ

উল্লেখ্য, গত শুক্রবার ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের ভয়াবহ সাক্ষী মরক্কোবাসীরা।

প্রিয়জনকে কোলে নির্বিকার পথ চেয়ে থাকা

 

পর পর দু’টি কম্পনে ধুলিস্মাৎ হয়ে যায় অজস্র ঘরবাড়ি। গত শুক্রবার ঘড়িতে স্থানীয় সময় রাত ১১টা ১১-তে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পন ছিল ৬.৮।

আর্তনাদ

 

দ্বিতীয় কম্পন অল্প সময় বাদেই, ওই কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পে একুশোটি দেহ উদ্ধার হয় এখন পর্যন্ত।

শবদেহের মিছিল

 

গত শনিবার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পরে দেশিটির রাজা মোহাম্মেদ ৬ ত্রাণ ও উদ্ধার কাছে আরও গতি নিয়ে আসার নির্দেশ দেন। ওষুধ, ত্রাণ শিবির, খাদ্য পানীয়জল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের যেন আর্তদের কোনও ত্রুটি না হয় এমনই নির্দেশ রাজা মোহাম্মেদ ৬-এর।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment