Sasraya News

Sunday, March 16, 2025

Mamata Banerjee-Mahua Maitra : কৃষ্ণনগর কেন্দ্রে ফের মহুয়াতেই ভরসা মমতার

Listen

সাশ্রয় নিউজ ★ শান্তিপুর : আবারও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র (Mahua Maitra)। নদীয়ার শান্তিপুরে দাঁড়িয়ে এমনই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, ‘মহুয়াকে ওঁরা তাড়িয়ে দিয়েছে, কেন? কারণ, মহুয়া মানুষের কথা বলত।’ মুখ্যমন্ত্রী মহুয়া মৈত্র প্রসঙ্গে আরও বলেন, ‘তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো। কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবেই।’ উল্লেখ্য, ক্যাশ ফর কোয়েশ্চান (Cash for Question) ইস্যুতে লোকসভা থেকে বহিস্কৃত হন সাসদ মহুয়া মৈত্র (Mahua Maitra) তার আগেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি করেন। উল্লেখ্য, লোকসভা থেকে বহিস্কৃত তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছে দল। এক্ষেত্রে তাঁকে ফের কৃষ্ণনগর কেন্দ্র থেকে লোকসভায় প্রার্থী হিসেবে চিহ্নিত করে দল যে মহুয়ার পাশেই আছে সেই বার্তাই ফের দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment