Sasraya News

Saturday, March 15, 2025

Mamata Banerjee : ‘বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে ‘ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখানে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দিতে পারেন বলে বিশেষ সূত্রে খবর। দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমান বন্দরে মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা। আমরা এটা সমর্থন করছি না। এই পরিস্থিতিতে আমি কিছুক্ষণের জন্য মিটিং-এ থাকব। আমাকে ভয়েস রেকর্ড করতে দিলে করব, নাহলে প্রতিবাদ করে বেরিয়ে আসব।” তিনি কোনও নাম না করে বলেন, “একদিকে অর্থনৈতিকভাবে বাধা, ভৌগলিকভাবে বাধা… বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে। বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে।” একই সঙ্গে লোকসভার বাজেট নিয়েও ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, “বিরোধী দলের শাসনে থাকা রাজ্যগুলিকে পুরোপুরি বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। এই পক্ষপাতিত্বটা মেনে নিতে পারছি না। বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে।” এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যাত্রা করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ছবি : সংগৃহীত 

আরও খবর : Kolkata Fire : মহানগরে ফের আগুন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment