Sasraya News

Friday, March 21, 2025

Malala Yousafzai : বেরুচ্ছে মালালা-এর নতুন বই, কী আছে এই বইয়ে?

Listen

বেরুচ্ছে মালালা-এর নতুন বই, কী আছে এই বইয়ে?

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : বেরুচ্ছে মালালা-এর নতুন বই, কী আছে এই বইয়ে? সম্প্রতি নোবেলজয়ী মালালা ইউসুফ জাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁর নতুন বই বেরুচ্ছে। তারপর থেকেই মালালার ফলোয়ারদের ভেতর আগ্রহ তৈরি হয়েছে। কী আছে মালালার নতুন বইয়ের দুই মলাটের ভেতর? মালালা নিজেই ফলোয়ারদের কৌতুহল নিবারণ করেছেন। তিনি বলেন, ‘অনেক আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমার পরবর্তী বই নিয়ে আমি কাজ করছি। গত ক’য়েক বছর আমি অনেক পরিবর্তনের ভেতর দিয়ে গিয়েছি। স্বাধীনতা যেমন ছিল তেমনি ছিল সঙ্গী নির্বাচনের বিষয়ও। তার চেয়েও বড় দিক হল, নিজেকে খুঁজে পাওয়া!’ মালালা জানান, তাঁর নতুন বই সম্পূর্ণ ব্যক্তিজীবন কেন্দ্রীক। স্মৃতিকথা উঠে এসেছে বইটির পরতে পরতে। মালালা জানাননি, তাঁর চতুর্থ বইটি কবে নাগাদ পাঠকদের সামনে আসবে। এই জায়গায় মালালা পাঠকদের সামনে বড় সাসপেন্স রেখেছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment