Sasraya News

Saturday, March 15, 2025

Mahalaya : আজ মহালয়া

Listen

পিনাকী চৌধুরী★ কলকাতা : আজ মহালয়া (Mahalaya) । সর্বত্র তর্পণ অনুষ্ঠিত হয়। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর জন্য শেষ পর্বের কাউন্ট ডাউন শুরু। উল্লেখ্য যে, ভাদ্র মাসের পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ। আর মহালয়া তিথিতে পিতা বা পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন ও জলদান করাটাই রেওয়াজ।‌ পুরাণ অনুসারে, ওই দিনে পূর্বপুরুষদের তর্পণ করলে, তাঁদের আশীর্বাদে সন্তানদের জীবন সুখের হয়, শান্তি বিরাজ করে।‌ প্রতিটি কাহিনীর আড়ালে লুকিয়ে রয়েছে অপর একটি কাহিনী। কী সেই কাহিনী? কথিত আছে, স্বর্গে অবস্থানকালে ‌‌‌‌‌‌‌ দাতা কর্ণকে ‌‌‌‌‌খাবার হিসেবে শুধুমাত্র সোনা এবং মূল্যবান রত্ন দেওয়া হত। কোনওরকম খাদ্যবস্তু দেওয়া হত না। এতে যারপরনাই বিচলিত হয়েছিলেন কর্ণ। তিনি কারণ জানতে চাইলে বলা হয় যে, জীবিতকালে কর্ণ সারা জীবন ধরেই সোনা এবং রত্ন দান করে গেছেন, কিন্তু তিনি তাঁর পিতাকে কখনও অন্ন ও জলদান করেননি।‌ তখন কর্ণ বলেন যে, তিনি এই বিষয়ে অবহিত ছিলেন না।‌ তিনি সেই ব্যাপারে সংশোধন করতে চান। তখন দেবরাজ ইন্দ্র (মতান্তরে যম) কর্ণকে ১৬ দিনের জন্য মর্ত্যে গিয়ে তাঁর পূর্বপুরুষদের উদ্দ্যেশ্যে অন্ন ও জলদান করবার অনুমতি দেন। এবং কর্ণ তা-ই করেছিলেন। মহালয়ার কাকভোরে বিভিন্ন প্রতিষ্ঠিত জলাশয়ে, গঙ্গা নদীতে অসংখ্য মানুষ আজও তাদের পূর্বপুরুষদের উদ্দ্যেশ্যে তর্পণ করেন।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special, 29th September 2024 | Issue : 33 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | সংখ্যা : ৩৩

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment