Sasraya News

Sunday, March 16, 2025

Madhyamik Examination 2024 : আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে মধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2024)  শুরু হল, শুক্রবার। জীবনের প্রথম বড় পরীক্ষায় মুখোমুখি অজস্র শিক্ষার্থী। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মোট ৯ লক্ষ ২৩ হাজার ১৩ জন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘প্রত্যেক শিক্ষক ও শিক্ষাকর্মীই অক্লান্ত পরিশ্রম করেছেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য আস্বাস দেওয়া হয়েছে আমাকে ” মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, ‘পরীক্ষায় এগিয়ে থাকা বা পিছিয়ে পড়া, এই বিষয় মাথায় না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়া প্রয়োজন। সঠিক অনুশীলন অনুযায়ী যদি কেউ পরীক্ষা দেয়, তার সাফল্য সম্পর্কে আমরা নিশ্চিত।’  প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল শুক্রবার, মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছে। গতকাল ও আজ একই রকম উদ্বেগ-উত্তেজনা দেখা যায় পরীক্ষার্থীদের ভেতর।

-প্রতীকী ছবি

আরও পড়ুন :  Bhart Jodo Nyay Yatra : রাহুলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মহম্মদ সেলিমদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment