



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবাণীকে (Lal Krishna Advani) ভারতরত্ন সম্মানে সম্মানিত করবে কেন্দ্রীয় সরকার। ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রবীণ বিজেপি নেতার এই সম্মানপ্রাপ্তি বিজেপি কর্মী ও সমর্থকদের ভেতর আন্দন্দ বাতাবরণ বয়ে নিয়ে আসে।
প্রধানমন্ত্রী শুনিবার এক্স হ্যাণ্ডেলে জানান, “আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে শ্রী লাল কৃষ্ণ আদবাণীকে ভারতরত্নে সম্মানিত করা হবে।” প্রধানমন্ত্রী লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয় এবং তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যাণ্ডেলে আরও লেখেন, “আদবাণীজি আমাদের সময়ের অন্যতম সম্মানীয় ব্যক্তি, দেশের উন্নয়নের জন্য যার অশেষ অবদান রয়েছে। তিনি একদম নীচু স্তর থেকে কাজ শুরু করেছিলেন, সেখান থেকে দেশের উপ-প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করেছিলেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রীও ছিলেন। তাঁর সংসদীয় পদক্ষেপগুলিও বরাবরই অনুকরণীয় ও সমৃদ্ধ ছিল।”
প্রধানমন্ত্রী ওই পোস্টে উল্লেখ যে, “আদবাণীজি দীর্ঘ ক’য়েক দশক ধরে সাধারণ জনগণের যে পরিষেবা দিয়েছেন স্বচ্ছতা ও সততা বজায় রেখে, তা রাজনীতিতে মানদণ্ড তৈরি করেছে। দেশের অখণ্ডতা ও সংস্কৃতির পুনরুত্থানে তাঁর অবদান অনস্বীকার্য। ওনাকে (আদবাণী) ভারতরত্ন সম্মানে সম্মানিত করতে পারা আমার কাছেও একটা আবেগঘন মুহূর্ত। ওনার সঙ্গে আলাপচারিতা করতে পারা ও ওনার থেকে পাওয়া শিক্ষাকে আমি বরাবরই নিজের সৌভাগ্য বলেই মনে করেছি।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ। লাল কৃষ্ণ আদবাণী (Lal Krishna Advani) বিজেপি’র প্রতিষ্ঠাতাদের ভেতর অন্যতম একজন। দায়িত্ব পালন করেন দেশের সপ্তম উপ-প্রধানমন্ত্রীরও। ছিলেন দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পালন করেছেন, লোকসভার বিরোধী দলনেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব।
ছবি : এক্স হ্যাণ্ডেল থেকে সংগৃহীত
আরও খবর : সারারাত ধর্না মঞ্চেই কাটান মুখ্যমন্ত্রী
