Sasraya News

Saturday, March 15, 2025

Koustav Bagchi : কংগ্রেস ছাড়লেন কৌস্তুভ বাগচী

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কংগ্রেস ছাড়লেন কংগ্রেসে নেতা-আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। প্রদেশ কংগ্রেসের প্রতি কংগ্রেসের হাইকমাণ্ডের অবহেলা অভিযোগ তোলেন কৌস্তুভ। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগেকে সহ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছেও তিনি ইস্তফা পত্র পাঠান বলে উল্লেখ। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই কৌস্তভের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল। তিন পতার চিঠিতে কংগ্রেসের হাইকমাণ্ডকে তিনি জানান, “আত্মসম্মান নিয়ে তাঁর পক্ষে কংগ্রেসে থাকা সম্ভব নয়।” অন্যদিকে, ইস্তফার সঙ্গে সঙ্গেই ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলেতে শুরু করেন, এবার কী বিজেপিতে যোগ দেবেন কৌস্তভ? এবিষয়ে সদ্য দল-ত্যাগী নেতা স্পষ্ট করে কিছু না বললেও সেই নস্যাৎ করে দেননি প্রশ্নটি। কৌতুহল জিইয়ে রেখে বলেন, “দু-তিন দিনে স্পষ্ট হয়ে যাবে।” -ফাইল চিত্র 

আরও পড়ুন : Aam Admi Party : দিল্লি ও হরিয়ানায় প্রার্থী ঘোষণা আপ-এর

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment