



উইণ্ডশিল্ডে ফাটল, কলকাতা বিমান বন্দরে জরুরি ভিত্তিতে বিমান অবতারণ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : উইণ্ডশিল্ডে ফাটল, কলকাতা বিমান বন্দরে জরুরি ভিত্তিতে বিমান অবতারণ করলেন পাইলট। জানা যায়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্গো ফ্লাইট জেদ্দা থেকে হংকং-এর উদ্দেশ্যে উড়ান শুরু করে। কিন্তু মাঝ আকাশে জানলায় ফাটল লক্ষ্য করেন বিমানটির চালক। সূত্রের খবর, তখন বিমানটি উড়ছিল ভারতের আকাশে। নিকটতম বিমান বন্দর ছিল কলকাতা। পাইলট দ্রুত কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। দুপুর ১২টা নাগাদ জরুরি ভিত্তিতে অবতারণ করে এসভি ৯৭২ বিমানটি। কলকাতা বিমানবন্দর সূত্র মারফৎ খবর, বাতাসের ধাক্কায় উইণ্ডশিল্ডে ফাটল বলে পরীক্ষার পরে তাঁরা মনে করছেন। অবতারণের সময় বিমানটিতে চারজন বিমানচালক ছিলেন বলে উল্লেখ।
