Sasraya News

Saturday, February 15, 2025

Kanchanjanga Express Accident : উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ জলপাইগুড়ি : ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে। সূত্রের খবর যে, ফাঁসিদেওয়ার কাছে আগরতলা থেকে শিয়ালদহগামী যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। ওই সময় পেছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মালগাড়ির ওপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘার বগি। ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন মারা যায় ও আহত অন্তত ৬০ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বেশ ক’য়েক জনের অবস্থা সঙ্কটজনক বলে উল্লেখ। দুর্ঘটনা স্থলে পৌঁছন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ। ট্রেন দুর্ঘটনায় মৃতদের প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফাণ্ড থেকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা পিএমও-র ট্যুইট বার্তায়।

অন্যদিকে এই দুর্ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, ”আপনারা জানেন, এর আগে পুরিতে যেটা হল, সেখানেও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর ডেডবডি পড়ে আছে। যাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। হয়তো একসঙ্গে পুড়িয়ে দেবে। অথচ যাদের গেল, তাঁদের গেল। দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।”

উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শোকের ছায়া দেশ জুড়ে।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News, Literature Special, June 16, 2024 || Issue 20 || সাশ্রয় নিউজ সাহিত্য স্পেশাল, ১৬ জুন ২০২৪, সংখ্যা ২০

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment