



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা, পূর্ব বর্ধমান : কালনা পৌরসভার অন্তর্গত ঠাকুরপাড়ার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। গৃহবধুর নাম মাম্পি পাল সাহা (৩১)। মৃতার স্বামী তপন সাহা, কালনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীর দোকানদার। তাঁদের দুই সন্তান বর্তমান। মৃতার ভাইয়ের অভিযোগ, দিদির ওপর তার জামাইবাবু অশেষ অত্যাচার চালাতেন। গত মঙ্গলবার রাত বারোটার সময় তার দিদি ফোন করে তাকে জানান আর থাকতে পারছে না অত্যাচারের জন্য। দিদি তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলেন বলে উল্লেখ। ঠিক তার এক ঘন্টা পরে তার ভাগ্নে খবর দেয় যে তার মা খাট থেকে পড়ে মারা গেছে। মৃতার ভাইয়ের দাবী, পুলিশ সঠিক তদন্ত করে দোষীর শাস্তি দিক। অন্যদিকে সূত্রের খবর যে, নিষিদ্ধপল্লীর মানুষজনের অভিযোগ এর আগেও তিনটি মেয়ের সর্বনাশ করেছেন তপন সাহা নামে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ দায়ের হলেই তদন্ত শুরু হবে।
ছবি : প্রতীকী
