Sasraya News

Thursday, February 13, 2025

Kalna : ভাগীরথী থেকে উদ্ধার শ্রমিকের দেহ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কালনা : সোমবার কালনার (Kalna) ভাগীরথী নদী থেকে উদ্ধার এক পরিযায়ী শ্রমিকের দেহ। উল্লেখ্য যে, শনিবার দুইজন পরিযায়ী শ্রমিক ভাগীরথীতে স্নান করার সময় তলিয়ে যান। আগেই উদ্ধার হয় একজনের দেহ (Deadbody Recovered) সোমবার আরও একজনের দেহ উদ্ধার হয়। মৃতদের নাম মালতী কুমারী মাঝি (১৬) ও প্রতিমা কুমারী মাঝি। বাড়ি বিহারের নওদায়। দু’জনেই মা-বাবার সঙ্গে বিহার থেকে কালনার নন্দগ্রামে একটি ইঁট ভাটার কাজে আসেন মাস আটেক আগেই। প্রথমে মালতী কুমারী মাঝির দেহ উদ্ধার হয়। সোমবার প্রতিমা কুমারীর দেহ উদ্ধার হয়। শোকের ছায়া এলাকায়।

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : Kalna : দেওর ও বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment