



সাশ্রয় নিউজ ★ কলকাতা : পূর্বের কথা মতো মঙ্গলবারই সাংবাদিক সম্মেলন করলেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। যদিও রবিবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি হাইকোর্টে সূর্য সেন মূর্তির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তবে তার পরিবর্তে, নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হলেন। এবং সাংবাদিক বৈঠকের শুরুতেই স্পষ্ট করে দেন, তিনি রাজনীতিতে আসছেন। বিজেপিতে। সম্ভবত এই ৭ তারিখ তিনি বিজেপিতে যোগদান করবেন বলেও জানান। কিন্তু বিজেপিই কেন? প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ‘আমার সঙ্গে অন্য দলের মিলমিশ হল না। যেমন সিপিএম। আমি ঈশ্বর বিশ্বাস করি। আমি ধর্ম পালন করি। হয়ত ভিতরে ভিতরে করেন। আর কংগ্রেসে পরিবারের জমিদারি। অথচ জয়রাম রমেশ। যিনি আইআইটির ছাত্র। উনি ঘুরে ঘুরে বেড়ান। পদ পাবেন না। কাজও করতে পারবে না। এই দলে পারিবারিক জমিদারি রয়েছে। আমি অতুল্য ঘোষ-এর বই পড়েছি। যেখানে কংগ্রেস দলের চরিত্র সম্পর্কে তিনি লিখে গিয়েছেন।” এদিনের সাংবাদিক সম্মেলনে, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজ্যের শাসক দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বলে উল্লেখ। -সংগৃহীত ছবি
আরও খবর : >Sandeshkhali : সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
