Sasraya News

Saturday, February 15, 2025

Justice Abhijit Gangopadhyay : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে কাকলির বাক্যবাণ

Listen

সাশ্রয় নিউজ ★ বারাসত : সোমবারই ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর (Justice  Abhijit Gangopadhyay) কর্মজীবনের শেষ দিন। গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন,  তিনি কর্মজীবন থেকে ইস্তফা দিচ্ছেন। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পোষ্ট করবেন বলেও উল্লেখ। তাঁর ইস্তফার বিষয়টি সামনে আসতেই আসরে নেমেছেন রাজ্যের শাসকদল। বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কড়া বাক্যবাণ ছুড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে। বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ বলেন, “যদি তিনি বিজেপির হয়ে বারাসতে দাঁড়ান, তাহলে তাঁকে ২ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করব।” এখানেই থামেননি কাকলি। তাঁর কথায়, “সমানে তৃণমূল কংগ্রেসকে গালাগালি করে গিয়েছেন। সমানে তৃণমূল নেতাদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়েছেন। আমি বাড়িতে বলতাম, এ মনে হয় বিজেপির লোক। আজ তো দেখলাম তিনি জজের চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি নাকি বারাসতে দাঁড়াতে আসবেন। আরএসএস-এর লোক যদি বারাসতে আসেন, তাহলে তো আমাদের মজা। তাঁদের লোকেরা এখানে এলে আমরা ভাল করে পালিশ করে দেব।” কাকলি ঘোষ দস্তিদারের এহেন মন্তব্যের জবাবে বারাসতের বিজেপির নেতা প্রদীপ বদ্যোপাধ্যায় জানান, “যদি তিনি বিজেপিতে যোগদান করেন, আর বারাসতে দাঁড়ান, তাহলে দু’লক্ষেরও বেশি ভোটে কাকলি ঘোষ দস্তিদার পরাজিত হবেন।” অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করলে তাঁকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করতে পারে বলে বিশেষ সূত্রে খবর। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দেন, ”রাজনীতির মঞ্চ থেকেই অসহায় মানুষের পাশে থাকা যায়।” কিন্তু সমস্ত জল্পনার অবসানের জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত। তিনি রবিবার সাংবাদিকদের জানান, মঙ্গলবার সূর্য সেন মূর্তির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। তবে সূত্রের এ-ও খবর যে, বৃহস্পতিবার বিজেপিতে যোগদানের সম্ভাবনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! জজ হিসেবে তিনি সোমবার কর্মজীবনের শেষ দিন কাটালেন। -সংগৃহীত ছবি 

আরও খবর : Mamat Banerjee : আবাস যোজনার অর্থ বারাদ্দ বিষয়ে মোদীর সমালোচনা করলেন মমতা

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment