Sasraya News

Wednesday, March 19, 2025

Japan : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

Listen

জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় দেশটিতে আতঙ্ক ছড়ায়। জাপানের একটি শহরে প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা’র ওপর প্রাণঘাতী হামলা খবর প্রকাশিত হয় আন্তার্জাতিক সংবাদমাধ্যমে। উল্লেখ যে, একটি সভায় বক্তৃতা করার পরে বিস্ফোরণ ঘটে। একটি ভারি লৌহদণ্ডের ভেতর বিস্ফোরণ ছিল বলে বিশেষ সূত্রে উল্লেখ। ঘটনার পরই প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদাকে নিরাপত্তারক্ষীরা নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ঘটনায় একজন গ্রেফতার হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। অন্যদিকে গতবছর জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-কে আততায়ীরা গুলি করে হত্যা করে। সেই দগদগে ক্ষত এখনও উজ্জ্বল। তার ভেতরই শনিবার বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার ওপর হামলা উত্তেজনা সৃষ্টি করে দেশটিতে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment