Sasraya News

Wednesday, March 19, 2025

Iran : ইরানে ফাঁসি দুই বিক্ষোভকারীর

Listen

ইরানে ফাঁসি দুই বিক্ষোভকারীর 

সাশ্রয় নিউজে ★ আন্তর্জাতিক ডেস্ক : ইরান সরকার ফাঁসি দিল দুই বিক্ষোভকারীকে। তাঁদের বিরুদ্ধে দেশটির সরকারের অভিযোগ, তাঁরা ইরানের নিরাপত্তা বাহিনীর তিনজনের মৃত্যুতে জড়িত ছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ, ২০২২ সালে মাহশা আমিনীর পুলিশী হেফাজতে মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে ইরান। দেশটিতে ছড়িয়ে পড়ে হিজাব বিরোধী আন্দোলন। সেই আন্দোলন চলাকালীন ওই তিনজন যথাক্রমে সাঈদ ইয়াকুব, সালেহ মীরহাসেমী ও মাজেদ কাজেমী দেশের নিরাপত্তা বাহিনীর তিনজনকে হত্যা করেন বলে ইরান সরকারের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ওই তিনজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর হয় গতকাল শুক্রবার।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment