Sasraya News

Monday, March 17, 2025

IPL – KKR : কলকাতায় গৌতম

Listen

কলকাতায় গৌতম

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ফের কলকাতায় ফিরলেন গৌতম। এর আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ২০১২ ও ২০১৪ সালে কেকেআর আইপিএল (IPL)  জেতে। সেই সময় গৌতম গম্ভীর (Goutam Gambhir) কেকেআর-এর ক্যাপ্টেন (former Captain Kolkata Knight Rider’s) ছিলেন। এবার তাঁকে মেন্টর (Maintor) করে কেকেআর-এ ফেরালেন শাহরুখ খান (Shah Rukh Khan) গম্ভীর জানান, ‘আমি আবেগে ভেসে যাই না। কিন্তু এই ঘটনা আমার মধ্যেও আবেগ এনে দিয়েছে। আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। আমার গলা বুঁজে আসছে, কিন্তু বুকে আগুন অনুভব করছি এটা ভেবে যে, আবার কেকেআর-এর জার্সি পরতে পারব।’

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment