Sasraya News

Saturday, March 15, 2025

IPL 2024 : জয়ের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ বিশাখাপত্তনম : জয়ের মুখ দেখল দিল্লি ক্যাপিটালস। শনিবার লখনউ সুপার কিংসকে হারিয়ে দ্বিতীয় পেল ঋষভ পন্থরা। চলতি IPL -এ জয়ের খোঁজে ছিল দিল্লি। ব্যাট হাতে রীতিমতো ভেলকি দেখালেন জ্যাক ফ্রেজার-ম্যাকগুরুক। রিজার্ভ বেঞ্চে থেকে প্রথম একাদশে এসেই জ্যাক ফ্রেজার নিজেকে চেনালেন। যদিও অনেকেই দিল্লির কিংসের তরুণ ক্রিকেটারের দিকে তাকিয়ে ছিলেন, তিনি কবে মাঠে নামবেন! সেই সুযোগও এল শনিবার। সিঁকে ছিড়তেই ব্যাটে ঝড় তুললেন জ্যাক ফ্রেজার। ঋষভ পন্থ-এর সঙ্গে পার্টনারশিপে দলের জয়কে প্রায় নিশ্চিত করে ১৪০ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন। ১৪৬ রানের মাথায় ঋষভ ফেরেন। জয়ের জন্য বাকি রান এনে দেন শেই হোপ ও ত্রিস্তান স্টাবস। শনিবার ৬ উইকেটে জয়ী হয় দিল্লি। ছবি : বিসিসিআই 

আরও পড়ুন : Sasraya News, Eid Special, April 7, 2024।। সাশ্র‍য় নিউজ, ঈদ স্পেশাল।। ৭ এপ্রিল, ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment