Sasraya News

Wednesday, March 19, 2025

IPL 2023 : রাজস্থানের কাছে হার সানরাইজার্সদের

Listen

রাজস্থানের কাছে হার সানরাইজার্সদের

সাশ্রয় নিউজ ★ হায়দরাবাদ : প্রথম ম্যাচেই রাজস্থান রয়ালসকে ব্যাটে বলে ফিল্ডিংয়ে মুছে ফেলতে চাইল সানরাইজার্স হায়দরাবাদ। ৭২ রানে জিতল রাজস্থান। মাত্র ১৩১ রানে সানরাইজার্স হায়দরাবাদকে আটঅকে দিল রাজস্থানের ক্রিকেটাররা। প্রথমেই টসে হেরে ব্যাট করতে নামতে হয় রাজস্থানকে। তাঁরা প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ-এর সামনে ২০৩ রানের লক্ষ্যমাত্রা রাখেন। দলকে ভালো জায়গায় টেনে নিয়ে যাতে চেষ্টা করেন সঞ্জু। হাফ সেঞ্চুরি করলেও মাত্র ৫৫ রানের আউট হন। বাটলার হাফসেঞ্চুরি। ২২ বল খেলে ৫৪ রান করেন। বিধ্বংসী বল করেন রাজস্থানি প্রেশার ট্রেন্ট বোল্ট। ২ উইকেট ১ ওভারে। ৪ উইকেট নেন চাহাল। রাজস্থানের প্রেশার পাশাপাশি স্পিনেরও চমক ছিল। রবিচন্দ্রন আশ্বিন ও যুবেন্দ্র চাহালের স্পিন প্রতিপক্ষের দিকে প্রতিরোধ গড়ে তোলে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment