



দলকে সাফল্য দিতে পারলেন না আন্তর্জাতিক সফল ক্রিকেটার
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : দলের কাছে প্লে-অফে যাওয়া স্বপ্নই থেকে গেল। গুজরাট টাইটান্স-এর কাছে ৩৪ রানে হারে সানরাইজার্স হায়দরাবাদ। এর পরে যা ম্যাচ খেলবেন তাঁরা তা নেহাতই নিয়ম রক্ষার ম্যাচ।

আগের আইপিএল-এ দলের প্রধান কোচ ছিলেন টম মুডি। এবার প্রধান কোচের দায়িত্ব থেকে মুডিকে সরিয়ে দেন সানরাইজার্স কর্তারা। আগেরবারের ব্যাটিং কোচ ওয়েষ্ট ইন্ডিজের সর্বকালের সেরা ক্রিকেটার ব্রায়ান লারাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব অর্পণ করেন সানরাইজার্স কর্তৃপক্ষ। কিন্তু প্লে-অফে দল না যাওয়ার সাংবাদিকদের মুখোমুখি ব্রায়ান লারা বলেন, আইপিএল-এর সঙ্গে মানিয়ে নিতে পারেননি। আরও বলেন লারা, ‘‘প্রধান কোচ হিসাবে এটাই আমার প্রথম মরসুম। আইপিএলের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। এ বার আলাদা আলাদা শহরে গিয়ে খেলতে হয়েছে। সব জায়গায় পরিবেশ আলাদা। সেটা মানাতে পারিনি। আশা করছি পরের বার ভুল থেকে শিক্ষা নেব।’’ লারার দল সানরাইজার্স মোট চারটি ম্যাচ জেতে বারোটি ম্যাচ খেলার পরে। আটটি ম্যাচেই হারতে হয়েছে তাঁর দলকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সেরা ক্রিকেটার লারা কেন এমন বললেন আইপিএল-এর সঙ্গে মানিয়ে নিতে পারেননি? প্রশ্ন সব মহলের? কেউ কেউ স্পষ্ট বলছেন, একজন ব্যাটার হিসেবে লারা সফল হলেও একজন কোচ হিসেবে ততটাই হতশ্রী পারফরম্যান্স আইপিএল-এর দর্শকরা।
-ফাইল চিত্র
