Sasraya News

IPL 2023 : দিল্লি ক্যাপিটালস-এর উইকেট সামলেবেন বাংলার ক্রিকেটার

Listen

দিল্লি ক্যাপিটালস-এর উইকেট সামলেবেন বাংলার ক্রিকেটার

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লি ক্যাপিটালস-এর অন্দরে আশঙ্কার বীজ বড় হয়ে ওঠে আইপিএল দামামার অওর থেকেই। নির্ভরযোগ্য উইকেট কিপার ঋষভ পন্থ-এর পরিবর্ত উইকেট কিপারের খোঁজ করতে গিয়ে দলের নির্বাচকদের ঘাম বেরিয়ে যায়। দিল্লির কোচ মন্তব্য করেছিলেন, ‘ঋষভের মতো প্রতিভার বিকল্প পাওয়া প্রায় অসম্ভব।’ উল্লেখ্য, ভয়াবহ পথদুর্ঘটনায় আহত দিল্লি ক্যাপিটালসের উইকেট রক্ষক ঋষভ পন্থ। এখনও তিনি চিকিৎসাধীন। দিল্লি দলের সিলেক্টররা ঋষভ-এর পরিবর্ত উইকেট কিপার হিসেবে বেছে নেন বাংলার অভিষেক পোড়েলকে। আপিএল-২০২৩ -তে দিল্লি ক্যাপিটালস-এর উইকেট সামলেবেন বাংলার ক্রিকেটার। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read