Sasraya News

Monday, March 17, 2025

International News : গাজায় বন্ধ ইন্টারনেট ও সমস্ত যোগাযোগ ব্যবস্থা

Listen

গাজায় বন্ধ ইন্টারনেট ও সমস্ত যোগাযোগ ব্যবস্থা

সাশ্রয় নিউজ ★ গাজা : টেলিযোগাযোগ সংস্থা পালটেল একটি এক্স হ্যাণ্ডেলের একটি পোস্টে জানায়, ‘সব ধরনের যোগাযোগ ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।’ আন্তর্জাতিক অ্যাকসেস রুখতেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ। পাশাপাশি উল্লেখ, এর আগে বন্ধ করার পরেও পুনঃসংযোগ করা হলেও তা বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

-ফাইল চিত্র  

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment