Sasraya News

International Labour Day : আন্তর্জাতিক শ্রমিক দিবস

Listen

বিশ্বের ইতিহাসে ১মে বিশেষ দিন। সারা বিশ্বে দিনটি প্রতি বছর আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হয়। লিখলেন : অভিজিৎ দত্ত 

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস

 

ত বুধবার (১ মে, ২০২৪) ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour Day) বা মে দিবস (May Day)। কেননা আজকে সভ‍্যতার যে এত অগ্রগতি বা উন্নতি এ তো শ্রমজীবীদের অবদান। কাজেই শ্রমজীবীদের শ্রদ্ধা জানাতেই এ বিশেষ দিনটি আমরা পেরিয়ে আসলাম। কিন্তু এই দিনটির ইতিহাস ও লড়াইয়ের কাহিনী দীর্ঘ।

১৮৮৬ সালের ১ মে আমেরিকার হে মার্কেটে আট ঘন্টা কাজ ও শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের দাবীতে পথে নেমেছিলেন একদল খেটে খাওয়া মানুষ। সেই মিছিলে গুলি চালায় পুলিশ। বেশ ক’য়েকজন শ্রমিক পুলিশের গুলিতে  নিহত হন। তখন থেকেই এই দিনটিকে শ্রমিকদের অধিকার আদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হিসাবে বিবেচনা করা হয়।

 

_____________________________________________

ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১ মে ১৯২৩ সালে। তৎকালীন মাদ্রাজ (যার বর্তমান নাম চেন্নাই)  সেখানে সমবেত হয়েছিলেন শ্রমিকরা। হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি নামে এক শ্রমিক সংগঠন ভারতে প্রথম মে দিবস আয়োজন করেছিল।

_____________________________________________

 

 

১৮৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকদের অবদান এবং তাদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য ওই দিনটিকে একটি জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়।১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবর্ষে প্যারিসে আয়োজিত হয়েছিল শ্রমিকদের আন্তর্জাতিক মহাসম্মেলন। সমাজতন্ত্রী বিপ্লবী রেমন্ড লাভিনে প্রস্তাব নিয়ে আসেন যে, শ্রমিকদের অধিকার অর্জনের লড়াইকে শক্তিশালী করতে দেশে-দেশে মে দিবস পালন করার। ১৯০৪ সালে আমাষ্টারডামে সমাজতন্ত্রীদের সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়, দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে এবং বিশ্ব-শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে-দেশে পালিত হবে মে দিবস। ওই সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয় ১ মে শ্রমিকরা কোনও কাজ করবে না।

 

১৯১৭ সালে রাশিয়া বলশেভিক বিপ্লবের পর থেকে বিপুল সমারোহে মে দিবস পালন করা হতে থাকে। ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল ১ মে ১৯২৩ সালে। তৎকালীন মাদ্রাজ (যার বর্তমান নাম চেন্নাই)  সেখানে সমবেত হয়েছিলেন শ্রমিকরা। হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি নামে এক শ্রমিক সংগঠন ভারতে প্রথম মে দিবস আয়োজন করেছিল। বর্তমানে ভারতের সব ক’টি ট্রেড ইউনিয়ন ও অন্যান্য সংগঠনের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ।

 

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদেরকে সমাজ ও দেশের উন্নয়নে শ্রমিক ও শ্রমিক শ্রেণীর অবদানকে স্বীকৃতির কথা মনে করায়। অন্যদিকে এই দিনটি শ্রমিকদের তাঁদের অধিকার সম্পর্কে শেখার ও জানার আহ্বানও জানায়। শ্রমিকরা প্রায়ই শোষিত হন ও এটি গুরুত্বপূর্ণ যে তাঁদের নিজেদের সুরক্ষার জন্য তাঁরা নিজেদের অধিকারগুলিকে জানুক। এইজন্যই কার্ল মার্কস বলেছিলেন, “দুনিয়ার মজদুর সব এক হও”।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রমজীবীদের গুরুত্ব স্বীকার করেছেন, ‘ওরা কাজ করে’ কবিতায়। এই সময়ে দাঁড়িয়ে এটুকু-ই বলার যে, শ্রমজীবীদের কল্যাণ-ই জগতের প্রকৃত কল্যাণ -এই তাৎপর্যপূর্ণ কথাটি সকলে উপলদ্ধি করতে পারলেই মে দিবস পালনে সার্থকতা আসবে। ছবি : আন্তর্জালিক

 

আরও পড়ুন : Meet Businessman from Gujrat Bhavesh Bhai Bhandari : ২০০ কোটি টাকা দান করে সন্ন্যাস ব্যবসায়ী দম্পতির

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment