Sasraya News

Wednesday, March 19, 2025

Inran Khan : পাকিস্তানে ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফকে নিষিদ্ধ করার ভবনা পাকিস্তান সরকারের

Listen

পাকিস্তানে ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফকে নিষিদ্ধ করার ভবনা পাকিস্তান সরকারের

সাশ্রয় নিউজ ★ লাহোর : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশেটির প্রধানমন্ত্রীত্ব থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক বিচ্ছিন্ন ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। সসম্প্রতি তাঁকে গ্রেফতার করে দেশটির বর্তমান সরকার। গ্রেফতারের পরেও পিটিআই সদস্য ও সমর্থকরা সামগ্র পাকিস্তানে আন্দোলন শুরু করেন। যদিও মুক্তি পান ইমরান। তার আগেও দেশটির সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে গ্রেফতার করে। পাকিস্তানের বর্তমান সরকারের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ বুধবার জানান, রাষ্ট্রের ওপর হামলার জন্য সরকার পিটিআই বা তেহরিক-ই ইনসাফকে নিষিদ্ধ করার কথা ভাবছে  পাকিস্তান সরকার, এমনি খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে।

-ফাইল ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment