Sasraya News

Monday, March 17, 2025

India vs England 2nd Test : শুভমনের কামব্যাক দ্বিতীয় টেস্টে

Listen

সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তনম : [India vs England 2nd Test ] ভাইজ্যাগে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এগিয়ে ভারত। মধ্যাহ্নভোজন পর্যন্ত ভারতের স্কোর ১৩০/৪। ২৭৩ রানে ভারত এগিয়ে আছে। টানা ব্যাটে ব্যর্থতার পরে রানে দ্বিতীয় টেস্টে রানে ফিরলেন শুভমন গিল। এদিন শুভমন ৬০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে রানের খরা কাটেনি ক্যাপ্টেন রোহিত শর্মা-এর। তাঁকে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, তৃতীয় দিন  রবিবার দিনের বেশিরভাগ সময় ক্রিজে থেকে ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করে রাখতে চেষ্টা করবে। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : IND vs ENG 2nd Test : দ্বিতীয় টেস্টে ম্যাচের রাশ ভারতের হাতে

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment