Sasraya News

Sunday, March 16, 2025

India vs England : লোকেশ রাহুলের ওপর ভরসা হারাচ্ছেন রাহুল দ্রাবিড়!

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : লোকেশ রাহুলকে (Lokesh Rahul)  আসন্ন ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (Test Series) উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যাবে না। এমনটাই স্পষ্ট করে দিলেন, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) দ্রাবিড় বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, ইংল্যান্ড সিরিযে রাহুল কোনও মতেই উইকেটরক্ষক হিসেবে খেলবে না।’ লোকেশ রাহুল সম্পর্কে দ্রাবিড় এ-ও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। সিরিজ ১-১ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওর। ভারতের পিচে খেলা। তাই আমরা দলে দু’জন উইকেটরক্ষকের একজনকে খেলাব।” প্রসঙ্গত, ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, লাল বলের ক্রিকেটে দেশের মাটিতে রাহুলের (KL Rahul) উইকেট কিপিং করার অভিজ্ঞতা খুবই কম। তিনি মোট ৯২ টি প্রথম শ্রেণির ম্যাচ খেললেও উইকেট রক্ষক ছিলেন ৩ টি ম্যাচে।

-ফাইল চিত্র

 

তবে পরিবর্ত উইকেটরক্ষক  হিসেবে কাকে দেখা যেতে পারে? বিশেষ সূত্রে খবর যে, ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে হায়দ্রাবাদে দেখা যাওয়ার সম্ভবনা বেশি শ্রীকর ভগত (Srikar Vakat)। ভকত একটি বেসরকারি ম্যাচে সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। ওই ম্যাচটি চারদিনের ছিলে। অন্যদিকে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দু’টি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।  -ফাইল চিত্র। 

আরও পড়ুন : Ayodhya Ram Temple : অযোধ্যায় উপচে পড়া ভিড়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment