Sasraya News

Tuesday, March 18, 2025

India vs Bangladesh Match : ২৫৬ রানে শেষ বাংলাদেশের ইনিংস

Listen

২৫৬ রানে শেষ বাংলাদেশের ইনিংস

সাশ্রয় নিউজ ★ পুণে : পুনে ম্যাচে ভারত ও বাংলাদেশ ম্যাচে ব্যাটে বলে লড়াই করল দুই দল। ৫০ ওভারে ২৫৬ রান করল বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ ৬৭ রান করেন লিটন দাস। অর্ধশত রান করেন তানজিদ হাসান। জাসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা ২ টো করে উইকেট নেন। একটি করে উইকেট পান শার্দুল ঠাকুর ও কূলদীপ যাদব ১ টি করে উইকেট পান। উল্লেখ্য যে, তানজিদ ও লিটনের পার্টনারশিপ ভেঙে কূলদীপই আজকের ম্যাচে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ২৫৭ রানের লক্ষ্য নিয়ে ভারতের ব্যাটাররা তাঁদের ইনিংস শুরু করবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েশন স্টেডিয়ামে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment