



সাশ্রয় নিউজ ★ কেপটাউন : দক্ষিণ আফ্রিকার সফরে দ্বিতীয় টেস্টে আগুন বল করলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। প্রথম টেস্ট ভারত হরলে লাল বলের দ্বিতীয় টেস্টে জ্বলে উঠল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথমে বল করে ভারত (India) ভারতের পেসার মহম্মদ সিরাজ প্রথম সারির ব্যাটারদের উইকেট তুলে নেন। ৬ উইকেট পান সিরাজ (Mohammad Siraj) ২ উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা, ২ উইকেট মুকেশ কুমার। প্রসিদ কৃষ্ণা উইকেট না পেলেও বলে সিরাজকে সঙ্গ দিয়ে গেছেন। ভারত পাঁচ উইকেট ১৫৩ রানে ব্যাট করছে। ক্রিজে বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা।
ছবি : সংগৃহীত
