Sasraya News

Sunday, March 16, 2025

IND vs ENG 2nd Test : দ্বিতীয় টেস্টে ম্যাচের রাশ ভারতের হাতে

Listen

সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তনম : ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG 2nd Test) ভেতর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচের রাশ ভারতের হাতে। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ভারত ৩৯৬ রানে অল আউট হয়ে যায়। কিন্তু যশস্বী-এর জোড়া সেঞ্চুরির দিকে সকলের দৃষ্টি ছিল। এদিন তা পূর্ণ করেন ভারতের তরুণ ক্রিকেটার। ২৯০ বল খেলে ২০৯ রানের ইনিংস খেলে আউট হন।

দ্বিতীয় দিন ইংল্যান্ড ব্যাট করতে নামে। ওপেনিং জুটি জ্যাক ক্রলি ও বেন ডাকেট মাত্র ৮.৩ ওভারে দলের রান ৫০ পার করে নিয়ে যান। কুলদীপ যাদব এদিন ভারতকে প্রথম উইকেট নিয়ে এসে দেন। জ্যাক ক্রলি ও অলি পোপ ৫৫ রান দলের স্কোর বোর্ডে যোগ করলেও অক্ষর প্যাটেল-এর বলের শিকার হন ক্রলি। ব্যক্তিগত ৭৬ রানে সাজঘরে ফিরে যান। এরপরে ক্রিজে বেশিক্ষণ স্থানী হতে পারেননি পোপ ও জো রুট। যশপ্রীত বুমবার বলে তাঁরা প্যাভিলিয়নে ফিরে যান।

আরও পড়ুন : Madhyamik Examination 2024 : মাধ্যমিকের দ্বিতীয় দিনে পর্ষদ বাতিল করল ১২ জনের পরীক্ষা

প্রসঙ্গত, এদিন ৬ উইকেট পান বুমরা, ৩ উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল ১ টি। ৫৫.৫ ওভারে  ইংল্যান্ডকে ২৫৩ অল আউট করল ভারত। ভারতের লিড ১৭১ রান। ভারত ব্যাট করতে নেমে ২৮ রান করে, তারপরই এদিনের মতো ম্যাচ শেষ হয়। ক্রিজে রোহিত শর্মা (১৩) ও যশস্বী (১৫) রানে। ফের কী আরও একবার জ্বলে উঠতে দেখা যাবে যশস্বীকে? লাল বলের খেলায় রানে ফিরবেন ক্যাপটেন রোহিত? সেদিকেই রবিবার সকলের নজর থাকবে। 

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Snowfall in Himachal Pradesh : সিমলায় বরফ-বৃষ্টি, প্রায় ৭০০ টি রাস্তা বন্ধ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment