Sasraya News

Sunday, March 16, 2025

Ind vs Aus T20I Series : রিঙ্কুর ব্যাটে অস্ট্রেলিয়ার হার

Listen

রিঙ্কুর ব্যাটে অস্ট্রেলিয়ার হার

Team India, Rainku Sharma, Indian Cricket Team, Captain Suriya Kumar Yadav, Vishakhapatnam, Vishakhapatnam International Stadium, Jash English, Smith, ICC Men’s ODI Cricket World Cup 2023 India, India vs Australia T20I Series :: সাশ্রয় নিউজ ★ বিশাখাপত্তনম : ১৯ নভেম্বর অজিদের কাছে বিশ্বকাপের পরাজয়ের ক্ষোভ ২৩ নভেম্বর ব্যাটে দেখালেন ভারতীয় ব্যাটাররা। তবে অজিদের লড়াকু মানসিকতার পরিচয় আবারও মিলল বাইশ গজে। বৃহস্পতিবার বিশাখাপত্তনম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়া টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতল ভারত। পাঁচটি টি২০ ম্যাচের ভেতর ১/০ তে এগিয়ে গেল সূর্যকুমার যাদব-এর দল। এক বলে ১ রান যখন দরকার তখন রিঙ্কু সিং-এর ওভার বাউন্ডারি। কিন্তু বলটি নো বল ছিল। ভারতের স্কোর দাঁড়ায় ২১৫ /৭। টি২০ আন্তর্জাতিক টুর্নামেন্টে রান চেজ করতে নেমে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। 
আরও পড়ুন :IPL – KKR:কলকাতায় গৌতম</a>

এদিন প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ২০৮ রানের ইনিংস খেলেন। জস ইংলিশ ৫০ বলে ১১০ ও স্মিথ ৪১ বল খেলে ৫২ রান করেন।

ভারত ২০৯ রান চেজ করতে নেমে আউট হন ঋতুরাজ গায়কোয়াড। কিন্তু ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব-এর ৬৭ বলে ১১২ রানের পার্টনারশিপ ভারতকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে দেয়। তবে জয় ছিনিয়ে নিয়ে আসে রিঙ্কু সিং। ক্রিজে রিঙ্কু থাকাকালীন পরপর আউট হন অক্ষর প্যাটেল ২(৬), রবি বিষ্ণু ০(১) ও আর্শদ্বীপ সিং ০(১)।

বিশ্বকাপে বিশ্বাস অর্জন করতে পারেননি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। কিন্তু মাত্র চার দিনের মাথায় দলের নেতৃত্ব নিয়ে বিশ্বকাপ জয়ীদের বিরুদ্ধে ৪২ বলে ৮০ রানের ইনিংস খেললেন। পাশাপাশি তাঁর ক্যাপ্টেন্সির ডেবিউ ম্যাচে জিতল টিম ইন্ডিয়া। অন্যদিকে ঈশান কিষাণ বিশ্বকাপে একটি ম্যাচ খেলেছিলেন। ডেঙ্গী থেকে সুস্থ হয়ে শুভমন গিল ফিরতেই রিজার্ভ বেঞ্চে চলে যান ঈশান। সুতরাং বিশ্বকাপে সমর্থকেরা তাঁর ব্যাটিং ক্যারিশমা দেখার সুযোগ পাননি। এদিন ৫৮ রানের ইনিংস খেললেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঈশান। তবে যোগ্য ম্যাচ ফিনিশারের কাজটি করলেন রিঙ্কু। রিঙ্কুর লড়াকু কিন্তু ক্রিকেটীয় শিল্পময় ব্যাটিং ঝলক দেখল ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন : Ravichandran Ashwin : বিরক্ত আশ্বিন, রোহিতকে নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন

ছবি : আইসিসি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment