Sasraya News

Sunday, March 16, 2025

IMD : বর্ষা বিদায় প্রক্রিয়া নিয়ে মৌসম ভবনের পূর্বাভাস

Listen

পিনাকী চৌধুরী ★ কলকাতা : দিল্লির মৌসম ভবনের (IMD) হিসেব অনুযায়ী জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষাকালীন বৃষ্টিপাত হয়। আর এই চার মাসের পর্যাপ্ত বৃষ্টিপাতের ওপর দেশের কৃষিকাজ নির্ভর করে। যদিও এই বছর এপ্রিল মাসেই মৌসম ভবন (IMD) পূর্বাভাস দিয়েছিল যে, এই বছর স্বাভাবিকের চেয়ে বেশি, অর্থাৎ ১০৬ শতাংশ বৃষ্টিপাত হবে। বাস্তবে হয়েছেও তাই। এবার বর্ষা বিদায় প্রক্রিয়ার দিনক্ষণ জানিয়ে দিল IMD। ১৯-২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে ধাপে ধাপে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহার হবে। এই বছর ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌দেশে ৮৩৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা কিনা ৮% অতিরিক্ত। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে ১৬% কম বৃষ্টিপাত হয়েছে। প্রসঙ্গত, স্বাভাবিকের চেয়ে ১৯ % কম বা বেশি বৃষ্টিপাত আবহাওয়া দফতরের হিসেবে স্বাভাবিক বলেই গণ্য হয়। এছাড়াও উত্তর পশ্চিম, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে যথাক্রমে ৪%, ১৯% এবং ২৫% বেশি বৃষ্টিপাত হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ধাপে ধাপে সমগ্র ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে। তবে পশ্চিমবঙ্গ থেকে ১৫ অক্টোবরের আশেপাশে বর্ষা বিদায় নিতে পারে বলে উল্লেখ IMD-এ সূত্রের।

ছবি : প্রতীকী
আরও পড়ুন : Left front Lalbazar Abhiyan : লালবাজার অভিযানে পুলিশের বাধা, ৩০ ঘন্টা অবস্থানের সিদ্ধান্ত বামেদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment