



কল্কির এডি ২৮৯৮ -এর সমালোচনা ইমনের!
সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ‘কল্কি ২৮৯৮ এডি’ সমালোচনা ইমনের (Iman Chakraborty on Kalki AD 2898)। ছবিটি দেখে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty) সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন। তাঁর মন্তব্য নেটাগরিকদের ভেতর প্রভাব ফেলে।

কী হয়েছিল? জানা যায়, ইমন ও তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ ‘কল্কি এডি ২৮৯৮’ (Kalki AD 2898) দেখতে হলে যান। কিন্তু হলে গিয়ে সম্পূর্ণ ছবিটি দেখে উঠতে পারেননি। পুরো ছবি না দেখেই গায়িকা ও তাঁর স্বামী হল থেকে ফিরে আসেন।

২১ জুলাই রবিবার ইমন (Iman Chakraborty) তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘অনেকদিন পর সিনেমা হল থেকে হাফেরও কম দেখে বেরিয়ে এলাম। সিনেমার নাম কল্কি ২৮৯৮ এডি।’ তিনি এ-ও জানান যে, তাঁর স্বামীকে প্রায় বাধ্য করেই হল থেকে নিয়ে আসেন। সঙ্গীত শিল্পী ইমনের ওই পোস্টের পরেই নেটাগরিকরা তাঁকে সমালোচনায় বিদ্ধ করেন। এক নেটাগরিক লেখেন, ‘ধৈর্য ধরে পুরোটা দেখা উচিত ছিল। দ্বিতীয় ভাগেই খেলা জমেছিল।’ অন্য আরেকজন লেখেন, ‘তিন ভাগে আসবে সিনেমাটা। তার প্রেক্ষাপটটা তো তৈরি করবে। উনি যথেষ্ট রিসার্চ করে তবেই বানিয়েছেন ছবিটা। ভারতে বহুদিন পর এমন ছবি তৈরি হল।’ তবে অপর আরেক নেটাগরিক ইমনের সিনেমা রুচি নিয়েই বিস্ময় প্রকাশ করে ফেলেন! তিনি (নেটাগরিক) লেখেন, ‘আপনার সিনেমার রুচি তো খুবই খারাপ দেখছি।’ পরে ইমন পোস্টটি রিম্যুভ করে দেন বলে উল্লেখ।

উল্লেখ্য, এখন অব্দি ‘কল্কি এডি ২৮৯৮’ বক্স অফিসে ভাল ব্যবসা করে চলেছে। পুরাণ আশ্রিত ছবিটিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন প্রমুখদের অভিনয় নজর কাড়ে। সমগ্র ছবিটিকে পরিচালক নাগ অশ্বিন ভিন্ন আঙ্গিক নিয়ে দর্শকদের সামনে নিয়ে এসেছেন বলে চলচ্চিত্র বিশ্লেষকদের মত। তবে ইমনের সমালোচনা নিয়ে অনেকেরই বক্তব্য, সমালোচনা না থাকলে শিল্প এগোয় নাকি! সবাই সব কিছু গ্রহণ নাও করতে পারেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Trishaa Kumar Dies : তিশার মৃত্যুতে শোকে পাথর পরিবার
