



টসে জিতে ফিল্ডিং নিল ইংল্যান্ড, ব্যাট রোহিতদের
সাশ্রয় নিউজ ★ লখনউ : আজ লখনউয়ে মুখোমুখি রোহিতের ব্লুজ ও ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিল ইংল্যান্ড অধিনায়ক। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার সামনে আজ বড় পরীক্ষা। আগের পাঁচটি ম্যাচ জিতেছে তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল। আজ তাঁদের এই বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ। দেশের ক্রীড়াপ্রেমিদের প্রত্যাশা লখনউ ম্যাচও জিতবে ভারত। খেলা শুরু হবে ভারতীয় সময় বেলা ২ টোর সময়।
-ফাইল চিত্র
