



চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ম্যাচ
সাশ্রয় নিউজ ★ চেন্নাই : চেন্নাইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। দু’টি দলই এখন পর্যন্ত ৫ টি করে ম্যাচ খেলেছে। প্রোটিয়ারা ১টি ম্যাচে হেরেছে, জিতেছে ৪টি ম্যাচ। পাকিস্তান হেরেছে ৩ টি ম্যাচে। জিতেছে ২ টি ম্যাচে। সেই নিরিখে বিশ্বকাপের আজকের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকে প্রোটিয়াদের কাছে হারলে সেমিফাইনালের দৌড় থেকে অনেক দূরে ছিটকে যাবে বাবর আজমরা। সেই সঙ্গে পরপর তিন ম্যাচে হারের হ্যাট্রিকের তকমাও লেগে যাবে পাকিস্তানের গায়ে।
