Sasraya News

Monday, March 17, 2025

Icc ODI World Cup 2023 : নিউজিল্যান্ডকে হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা

Listen

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ICC Men’s ODI Cricket World Cup 2023 India, NZ vs SA Match , Cricket World Cup 2023, CWC 2023 : সাশ্রয় নিউজ ★ পুণে : পুণে ম্যাচে ১৯০ রানে জিতল ক্যুইনটন ডি ককরা। ৩৫৮ রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। মার্কো জানসেন ভাঙেন কিউয়ি ওপেনার ইয়ুং ও কনওয়ে জুড়িকে। তারপরেই রাচীন রবীন্দ্র একটি দিশাহীন শট খেলে ক্যাচ আউট হলেন। আগের ম্যাচেও ওই কিউয়ি তারকা সেঞ্চুরি করেছিলেন। কিন্তু পুনে তাঁর ম্যাচে নড়বড়ে ব্যাটিং দেখে হতাশ কিউয়ি সমর্থকেরা। নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথামকে ফেরালেন কাগিসো রাবাডা। একেরপর এক ধাক্কায় কিউয়িদের ড্রেসিং রুমে প্রতিক্রিয়া পড়ছিল নিশ্চয়। তারই প্রতিফলন দেখা যায় ক্রিজে। প্রোটিয়াদের বোলিংয়ের সামনে সেভাবে বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না কোনও কিউয়ি ব্যাটার। জি ফিলিপ্স ছাড়া বড় রানের দিকে এগোননি কেউ-ই। ৬০ রান করে কর্টেজের বলে রাবাডার হাতে ক্যাচ দেন ফিলিপ্স। ইয়ুং ৩৩ ও মিচেল ২৪ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। কিউয়ি ক্যাপ্টেন ল্যাথাম দলের স্কোরে মাত্র চার রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন। এদিন কেশব মহারাজের বোলিংয়ের দিকে নজর ছিল সকলের। কিউয়িদের চার উইকেট তুলে নেন প্রোটিয়া বোলার। এছাড়াও মার্কো জানসেন তিন উইকেট নিয়েছেন এদিনের ম্যাচে। রাবাডা ১ টি ও কর্টেজ ২ টি করে উইকেট পান। ৩৫.৩ ওভারে মাত্র ১৬৭ রানে অল আউট হয়ে যান ল্যাথামের দল। ১৯০ রানে বড় জয়ের ফলে ফের আরেকবার পয়েন্ট তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, টসে জিতে ফিল্ডিং নিয়েছিল কিউয়ি অধিনায়ক ল্যাথাম। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ৩৫৭ রান করে। সেঞ্চুরি করেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও ড্যুসেন। কুইন্টন ডি কক ১১৪ রান করে আউট হন। ড্যুসেন ১৩৩ রান করেন। এছাড়াও প্রোটিয়া ক্যাপ্টেন ব্যাভুমার ২৪ ছাড়াও মিলারের ৫৩ রান দলের স্কোর বৃদ্ধি করে। উল্লেখ্য যে, আগামীকাল ওয়াংখেড়েতে রোহিত শর্মা ও কোহলিরা পয়েন্ট তালিকার পুরনো স্থান উদ্ধারের লক্ষ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবেন। ভারত ও শ্রীলঙ্কার ভেতর ওই ম্যাচের দিকে নজর থাকবে সকলের।

ছবি ঋণ : আইসিসি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment