Sasraya News

Tuesday, March 18, 2025

ICC ODI World Cup 2023 : জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ভারত, ৬ উইকেটে জয়

Listen

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল ভারত, ৬ উইকেটে জয়

সানি সরকার ★ সাশ্রয় নিউজ, চেন্নাই : অনবদ্য ক্রিকেট ম্যাচের সাক্ষী থাকল চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার ১৯৯ রান তাড়া করা খুব সহজ হয়নি ভারতের। ম্যাচের শুরুতেই ভারতের ব্যাটারদের ঝটকা দেয় অজি বোলাররা। কিন্তু কোহলি ও কে এল রাহুল-এর অনবদ্য পার্টনারশিপে ভর করে ভারত দেশের মাটিতে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল। অন্যদিকে, ১৯৯২ সালের পরে বিশ্বকাপে প্রথম ম্যাচ হারল অস্ট্রেলিয়া।

জয়ের নিশান বোধহয় একেই বলে! এই ৫০ ওভারের ম্যাচে এ প্রজন্ম এমন দৃষ্টিনন্দন ক্রিকেট কতদিন পর দেখল, এই প্রশ্ন আসতেই পারে! কিন্তু, ভারতীয় বোলার ও ফিল্ডাররা যে জয়ের নিশান পুঁতে দিয়ে ১৯৯ রানে অজিদের আটকে ছিলেন, পরবর্তীতে ভারতীয় ব্যাটাররা টেরটি পান পিচ কতটা কঠিন চিদম্বরম স্টেডিয়ামের। কঠিন পিচের সুযোগ নিতে ছাড়েননি কামিন্সের দলের প্লেয়াররা। স্টার্ক তাঁর প্রথম বলেই ফেরান ঈশান কিষাণকে। পরবর্তী ওভারে রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারকে শূন্য রানে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দিলেন যশ হ্যাজলউড। বিরাট কোহলি তখনও ক্রিজে। একের পর এক উইকেট পতন বিচলিত করেছিল কোহলিকে? না পুরো ম্যাচ জুড়ে একজন অভিজ্ঞ ও সিনিয়রের দায়িত্ব পালন করে গেলেন কোহলি। মিডল অর্ডারে কে এল রাহুল ক্রিজে এসে ধরে খেললেন পুরো ম্যাচ। আজকের ম্যাচে রাহুলকে দেখে কেউ ভাবতে পারবে, ছেলেটি চোট থেকে সুস্থ্য হয়ে ফিরেছেন ক’দিন আগে! দু’জনেই জানতেন, এমন পিচে নতুন ব্যাটার আসলেই তাঁকে এই পিচ মানিয়ে নিতে সময় লাগবে ও বেগ পেতে হবে। সেই সুযোগও খুব একটি রাখলেন না প্রাক্তন অধিনায়ক কোহলি ও রাহুল। কোহলি তার নামের আগে ‘চেজ মাস্টার’ তকমাটার সম্পূর্ণ ব্যবহার করে স্টেডিয়ামের ও টেলিভিশন পর্দার দর্শকদের ক্রিকেটীয় আনন্দ ছড়িয়ে দিলেন।

এই ম্যাচে কামিন্সের বোলার ও ফিল্ডাররা ঠিকই সুযোগের ফায়দা লুটলেন। সত্যিই একটা চাপের ম্যাচ দু’দলের কাছেই। প্রথমত, ১৯৯২ সালের পরে বিশ্বকাপের তাঁদের প্রথম কোনও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। আর ভারতের ব্যাটারদের কাছে এই ম্যাচ ছিল অবশ্যই সম্মান রক্ষার ম্যাচ। প্রথমত, ভারতীয় বোলাররা নিজেদের একশ শতাংশ দিয়ে অজি ব্যাটারদের আটকেছেন। স্পিনাররা অজিদের সামনে মিশাইলের মত আক্রমণ হেনেছেন। যেমন, এই ম্যাচে রবীন্দ্র জাডেজার কথা না বললেই না! ৩ উইকেট নিয়েছেন জাডেজা। বুমরা ও কুলদীপ পেয়েছেন ২ টি  করে উইকেট। রবিচন্দন আশ্বিন, হার্দিক পাণ্ডিয়া ও মহম্মদ সিরাজ একটি উইকেট পেয়েছেন।

কিন্তু রবিবার ভারত ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রথম ম্যাচে চ্যালেঞ্জ নিয়ে দলকে জেতালেন বিরাট ও লোকেশ। সিঙ্গেল ও প্রতি বল ধরে খেলা দলকে কতটা স্বচ্ছন্দ্য নিয়ে এসে দিতে পারে, আজকের ম্যাচটি যাঁরা দেখলেন তাঁরা স্পষ্ট জানেন। এখানে তাঁদের ধৈর্যের প্রশংসা অবশ্যই করতে হবে। কামিন্সের বলে এদিন বিরাটের একটা ক্যাচ ছাড়লেন মার্শ। এরপর চেজমাস্টার আর কোনও সুযোগ দেননি কামিন্সদের।  প্রতিনিয়ত জয়ের দিকে এগিয়ে যায় ভারত। যখন দল জয়ের দোর গোড়ায় ৮৫ রানে ফেরেন কোহলি। রাহুল ও তাঁর পার্টনারশিপ থামল ১৬৫ রানে। হার্দিক পাণ্ডিয়া এসে লোকেশকে সঙ্গ দিলেন। ম্যাচ ফিনিসারের জায়গাটা দেখিয়ে দিলেন হার্দিক ও লোকেশ। হার্দিক অপরাজিত ১১, এবং  অপরাজিত ৯৭ লোকেশের। সেঞ্চুরির আক্ষেপ থাকবে তাঁর। কিন্তু বিশ্বকাপে প্র‍থম ম্যাচ জয় দিয়ে যাত্রা, ওঁর সেই আক্ষেপ কাটাবে নিশ্চয়!

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment