Sasraya News

Sunday, March 16, 2025

Icc ODI Men’s World Cup 2023 AUS vs SA Semi-final : ফাইনালে অস্ট্রেলিয়া

Listen

ফাইনালে অস্ট্রেলিয়া

Icc ODI Men’s World Cup 2023 AUS vs SA Semi-final, Eden Gardens, Kolkata, Australia Qualified for World Cup final 2023 vs India :: সাশ্রয় নিউজ ★কলকাতা : ইডেন গার্ডেনসে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালে অজিরা। ১৯৭৫ সাল থেকে এই অব্দি অষ্টমবার সেমিফাইনালে গেল অস্ট্রেলিয়া। তিন উইকেট টেম্বা ব্যাভুমাদের হারাল ক্যাঙ্গারুরা। এই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল হার দিয়ে। কিন্তু যত সময় গিয়েছে, তারা জ্বলে উঠেছে। ২০০৩ সালে ভারতের সঙ্গে শেষবার বিশ্বকাপের ফাইনালে দেখা হয় অজিদের। তারপর ভারতের মাটিতেই ফাইনালে ভারতের সঙ্গে তাঁরা খেলবেন। ভারতীয় দল আজ আহমেদাবাদে টিম হোটেলে পৌঁছে গিয়েছে। মাঝে দু’টি দিনের বিরতি। তারপর রবিবার বিশ্বকাপের মহারণ রোহিতের দল ক্যাঙ্গারুদের হারাতে সর্ব শক্তি নিয়ে নামবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বিশ্বকপের গ্রাণ্ড ফাইনাল দেখার জন্য ইতিমধ্যে ভারতে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের ক্রীড়াবিদ ও ক্রিকেটপ্রেমীরা। 

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment