



Icc ODI Cricket world cup 2023 India, AUS vs AFG, ICC MEN’S ODI WORLD CUP 2023 AUS vs AFG Match, Icc world cup 2023, World Cup cricket, Men’s ODI WC, WC 2023, World Cup, Australia vs Afghanistan Match, Wankhede
বিশ্বকাপে নায়ক ম্যাক্সওয়েল
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : মঙ্গলবার ওয়াংখেড়েতে গ্রেন ম্যাক্সওয়েলের অসাধারণ ইনিংস অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিল। সেই সঙ্গে পাকা হয়ে গেল প্রথম চার। অজিরা রান চেজ করতে নেমে পরপর উইকেট পড়তে থাকে।

তখন ম্যাচের রাশ যখন সম্পূর্ণ আফগানিস্তানের হাতে। ম্যাক্সওয়েল ব্যাট করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। অজিদের হারা ম্যাচকে শুধু জেতালেনই না, নিজের পালকেও যোগ করে নিলেন বিশ্বকাপে রান চেজ করতে নেমে বিশ্বের প্রথম কোনও ব্যাটারের ২০১ রান করার শিরোপা। শুধু তা-ই নয়, মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বককাপে রেকর্ড করেন ম্যাক্সওয়েল।

এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ২৩৭ রান করেন নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল। তিনি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই রান করেছিলেন। কিন্তু রান চেজ করতে নেমে এই প্রথম বিশ্বকাপে অপরাজিত ২০১ রানের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার গ্রেন ম্যাক্সওয়েল। তিনি ১২৮ বলে ওই রান করেন। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯ ওভার পর্যন্ত অজিদের স্কোর ছিল ৯১/৭। এর পরেই ম্যাক্সওয়েল ঝড়ের মতন তছনছ করে দিলেন আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার সমস্ত সম্ভবনা ও তাঁদের এই ম্যাচ জয়ের সমস্ত পথ। প্রথমে ব্যাট করতে নেমে ২৯১ রানের বড় ইনিংস খেলেন হাসমাতুল্লাহ শাহিদীর টিম আফগান। আআফগানিস্তানের ক্রিকেটার ইব্রাহিম জাদরান ১২৯ রান করে আফগানিস্তানের রানের গতি এদিন বাড়িয়ে দেন। গতকাল শচীন তেন্ডুলকরের পরামর্শ ভালভাবেই কাজে লাগান জাদরানরা।

জবাবে ব্যাট করতে নেমে অজিরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেডরা এদিন দলের জয়ের জন্য যখন হাল ছেড়ে চলে যান তখন পেট কামিন্সের সঙ্গে পার্টনারশিপ গড়েন ম্যাক্সওয়েল। ৪১ ওভারে মাঠের ভেতর শুয়ে পড়েন ম্যাক্সওয়েল। ফিজিও ছুটে আসেন। মাঠের বাইরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু অনড় অজি তারকা। চোট নিয়েও ম্যাচ না জিতে মাঠ ছাড়েননি। উল্লেখ্য, এর আগে বিশ্বকাপে ২৮৬ রান চেজ করে জেতার নজির ছিল অস্ট্রেলিয়ার। আজ সেই ইতিহাস ভেঙে ইতিহাস গড়লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ শেষ হতে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। কিন্তু আইসিসি বিশ্বকাপের ইতিহাসে ভারতের ওয়াংখেড়েতে নায়ক হয়ে থাকলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারটি। তেমনি আফগান ক্রিকেটারদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গের কারিগরও তিনিই।
ছবি ঋণ : আইসিসি
