



Icc Men’s World Cup 2023 India, INDIA vs Sri Lanka, ODI World Cup 2023, Wankhede : সাশ্রয় নিউজ ★ মুম্বাই : ভারতের পঞ্চম উইকেট তুলে নিল শ্রীলঙ্কান বোলার মধুশঙ্কা। সূর্যকুমার যাদব ফিরলেন। ওয়াংখেড়েতে শুভমন আউট হওয়ার পরেই ক্যাচ আউট হন বিরাট। শুভমন ও বিরাটের শত রানের কাছে থেকে ফিরে আসা হতাশা গ্রস্ত করে দর্শকদের। লোকেশ রাহুল ফিরে যান সেট হওয়ার আগেই। ভারতের স্কোর ২৭৬ /৫। ৪১.৩ ওভার। হাফ সেঞ্চুরি করে ক্রিজে শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাডেজা।
