



বৃষ্টি-বিঘ্নিত নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ, কমলো ওভার
Icc cricket world cup 2023 india, Bengaluru, M chinnaswami Stadium, PAK vs NZ Match, Pakistan vs New Zealand match, Icc Cricket World Cup 2023 : সাশ্রয় নিউজ ★ বেঙ্গালুরু : বৃষ্টি-বিঘ্নিত নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ। কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ফের শুরু হয় খেলা। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪০১ রান করে। এদিন সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র। সেঞ্চুরির মুখ থেকে কেন উইলিয়ামসন। ইফতিকার আহমেদের বলে আউট হন উইলিয়ামসন। এই বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করলেন রাচিন। এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেন কিউয়ি তারকা। ১০৮ রানে আউট হন রাচিন। উল্লেখ্য, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংস শুরুতেই বৃষ্টি শুরু হয়। মাঠ ভিজে থাকার জন্য খেলা শুরু হতে দেরি হয়। পাকিস্তান ২৫.৩ ওভারে ২০০ /১ রান করেন। ৪ রানে আউট হন সফিক । ১২৬ রানে ক্রিজে এফ জামান ও অধিনায়ক বাবার আজম ৬৬। খেলা চলছে।
